Site icon Jamuna Television

সাবেক স্ত্রীকে ৬৬টি ম্যাসেজ ও ১৮ বার ফোন করে গ্রেফতার স্ল্যাটার

ছবি: সংগৃহীত

আদেশ লঙ্ঘনের অভিযোগে সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার মাইকেল স্লাটারকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এভিও এর আওতায় তাকে গ্রেফতার করে সিডনি পুলিশ।

ফক্স স্পোর্টস জানায়, নারী সহিংসতা ও নির্যাতনের জেরে গত অক্টোবর স্লাটারের বিরুদ্ধে মামলা করে তার সাবেক স্ত্রী। ফলে তার উপর বিশেষ আদেশ জারি করে সিডনি পুলিশ। এবার সেই আদেশ লঙ্ঘন করে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রায় আড়াই ঘণ্টার মধ্যে স্ল্যাটার ৬৬টি ম্যাসেজ ও ১৮টি ফোন করেন সাবেক স্ত্রীকে। এতেই গ্রেফতার করা হয় স্লাটারকে। পরবর্তীতে তাকে ম্যানলি আদালতে অনলাইন ভিডিওতে উপস্থাপন করা হয়। সেখানে তার সাবেক স্ত্রীর আইনজীবী দাবি করেন, সেসব খুদে বার্তা ছিল ‘হয়রানি ও আক্রমণাত্মক’।

আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান!

উল্লেখ্য, মাইকেল স্লাটার ২০০৪ সালে অবসরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্ট ও ৪২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ৫ হাজার ৩১২ রানের রেকর্ডও আছে মাইকেল স্লাটারের।

Exit mobile version