Site icon Jamuna Television

ওমিক্রনের বিস্তার রোধে নতুন বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যে

ছবি: সংগৃহীত

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে নতুন বিধিনিষেধ আরোপ করলো যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের ভোটাভুটিতে পাস হয় নীতিমালা। যা কার্যকর হবে চলতি সপ্তাহেই।

করোনার নতুন ঢেউ প্রতিরোধে ব্রিটিশ সরকারের ‘প্ল্যান বি’ অনুযায়ী অভ্যন্তরীণ যেকোনো জনসমাগমে বাধ্যতামূলক মাস্ক পরা। নাইটক্লাবসহ ভিড়যুক্ত স্থানগুলোয় টিকাগ্রহণের সনদ বা করোনা নেগেটিভের রিপোর্ট দেখাতে হবে। এছাড়া সব স্বাস্থ্যকর্মীর জন্য বাধ্যতামূলক টিকা নেয়া। ভ্রমণে ১১ দেশের লাল তালিকাভুক্তি বাতিল করা হয়েছে। বিদেশ থেকে আগতদের হোটেলে সেলফ আইসোলেশনও দরকার হবে না।

মঙ্গলবার হাউজ অব কমন্সে নতুন কোভিড নীতিমালা নিয়ে বিতর্কে নিজ দলের আইনপ্রণেতাদের বাধার মুখে পড়েন প্রধানমন্ত্রী বরিস জনসন। কনজারভেটিভ পার্টির অনেকেই বিরোধিতা করেন নতুন কড়াকড়ির।

ইউএইচ/

Exit mobile version