Site icon Jamuna Television

ঘনঘন দাড়ি কাটার অভ্যাস? শীতকালে ত্বক বাঁচাতে জেনে নিন সমাধান

ছবি: সংগৃহীত।

শীতকালে এমনিতেও ত্বজ শুষ্ক থাকে। এর ওপর রোজ রোজ দাড়ি কাটার অভ্যাস থাকলে পুরুষের ত্বক আরও খসখসে আর শুষ্ক হয়ে যায়। এ থেকে বাঁচতে কয়েকটি পরামর্শ জেনে নেয়া দরকার।

১) রোজ দু’বেলা মুখ পরিষ্কার করতে হবে। দাড়ি কাটার সময়ে অনেকটাই ময়লা চলে যায়। কিন্তু এ সময়ে শুধু তার উপর ভরসা করলে চলবে না। কাজ থেকে ফিরে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করাও খুব জরুরি।

২) দাড়ি কাটার পর অবশ্যই ভালোভাবে ময়শ্চারাইজার লাগাতে হবে। এরই পাশাপাশি, রাতে শোয়ার আগে এবং কাজ থেকে ফিরে মুখ ধোয়ার পরও ময়শ্চারাইজার লাগান।

৩) সারা দিন অল্প অল্প করে পানি খেতে থাকুন। পানি অনেক সমস্যার সমাধান করতে পারে। ভিতর থেকে আর্দ্র করে শরীরকে। তার সাথে কোমল হয় ত্বকও।

সূত্র: আনন্দবাজার পত্রিকার

Exit mobile version