Site icon Jamuna Television

আসামে ৫০ লাখ মানুষ নাগরিকত্ব হারাচ্ছেন

ভারতের আসাম থেকে নাগরিকত্ব হারাতে যাচ্ছেন প্রায় ৫০ লাখ বাসিন্দা যাদের বেশিরভাগ মুসলিম। দ্বিতীয় দফায় হালনাগাদ হতে যাচ্ছে রাজ্যের জাতীয় নাগরিকত্ব নিবন্ধন-এনআরসি।

বুধবার রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, এনআরসি’র নাগরিকত্ব তালিকায় যাদের নাম থাকবে না তাদের আসাম ছাড়তে হবে। তিনি আরও বলেন, খসড়া এই তালিকা প্রকাশের আগে সীমান্তে মোতায়েন করা হবে ৪০ হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য। কেননা, সরকারের দাবি- অবৈধদের বেশিরভাগের পৈতৃকভিটা বাংলাদেশে।

গেল ছয় দশকের মধ্যে প্রথমবার অবৈধ অধিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া শুরু করেছে আসাম। এর ধারাবাহিকতায়, গত ডিসেম্বরে এক কোটি ৯০ লাখ মানুষের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে মে মাসের মধ্যে একটি হালনাগাদ তালিকা প্রকাশের কথা রয়েছে। কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের জন্য এই তারিখ পিছিয়ে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version