Site icon Jamuna Television

২২ বছর পলাতক থাকার পর গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

২২ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে আদম খান নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ১৯৯৯ সালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আদম খান হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় শিশু সন্তানের সামনে নুরচান নামের এক নারীকে খুন করে। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০২ সালে আদম খানকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারিক আদালত। ঘটনার পর থেকে উক্ত আসামি পলাতক ছিল।

র‍্যাব কর্মকর্তারা জানান, নিহত নারীর বড় ছেলের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। এই পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে নুরচানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Exit mobile version