Site icon Jamuna Television

লটারিতে ভর্তির ফলে অসম প্রতিযোগিতা বন্ধ হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি।

লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অসম প্রতিযোগিতা বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, লটারি প্রক্রিয়ার কারণে ভর্তি বাণিজ্য ও কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের হয়রানীও অনেক কমেছে। লটারির মাধ্যমে ভর্তির এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবারই প্রথম জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লটারি কার্যক্রমে আনা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আইন মেনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করবে বলে জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বোতাম চেপে লটারির কার্যক্রম শুরু ও ফল প্রকাশ করেন। অনলাইনে স্কুলে ভর্তির এই লটারি টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হচ্ছে। সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Exit mobile version