Site icon Jamuna Television

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিচার শুরু

অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত চার্জ গঠন করে আগামী ১৭ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণে তারিখ ধার্য করেছেন।

এর আগে কড়া নিরাপত্তায় প্রদীপ কুমারকে আদালতে হাজির করা হয়। তার স্ত্রী চুমকি পলাতক রয়েছে। দ্রুত তাকেও গ্রেফতার করে বিচারিক কার্যক্রমের আওতায় আনার দাবি জানান দুদকের আইনজীবী। ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২০ সালের ২৩ আগস্ট দুজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

Exit mobile version