Site icon Jamuna Television

জয়পুরহাটে সিগারেট থেকে সৃষ্ট আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে সিগারেটের আগুন পরনের কাপড়ে লেগে মোয়াজ্জেম হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টমরের সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার পর ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। 

প্রতিবেশীরা ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনে বৃদ্ধের পরিবারের লোকজন পার্শ্ববর্তী পাঁচগ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। জিন্দারপুর ইউনিয়নের ইঠাইল গ্রামে বৃদ্ধ একাই বাড়িতে থাকেন। রাতের বেলা বাড়ির মূল গেটে তা লা লাগিয়ে নিজ শয়ন কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। 

জানা গেছে, তিনি রাতের কোনো এক সময় সিগারেট খেতে ওঠেন। দিয়াশলাইয়ের কাঠি থেকে আগুন নিয়ে তিনি সিগারেট ধরান। এরই মাঝে কোনোভাবে পরনের কাপড়ে আগুন লেগে তার মৃত্যু হয়। পরদিন বুধবার সকালে বৃদ্ধের বাড়ির মূল দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা তারা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। 

পুলিশ এসে বাড়ির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারপর ঘরের দরজা ভেঙে দেখা যায় ওই বৃদ্ধের পরনের কাপড়সহ লেপ-কাঁথা পুড়ে ছাই হয়েছে এবং আগুনে পুড়া মরদেহ মাটিতে পড়ে আছে।

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। যদি করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ 

Exit mobile version