Site icon Jamuna Television

আর খেলবেন না সার্জিও আগুয়েরো

বার্সেলোনার সাথে সাথে ফুটবলকেও বিদায় জানালেন সার্জিও আগুয়েরো। শারিরিক অসুস্থতার কারণে বুট জোড়া তুলে রেখেছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার।

১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি ছেড়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। নতুন ঠিকানায় ধাক্কা খান তিনি, ছিটকে পড়েন চোট পেয়ে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে, হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত অ্যারিথমিয়া রোগে ভুগছেন তিনি।

আরও পড়ুন : ওয়েস্টহ্যামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল

ক্যারিয়ারে ৭৮৬ ম্যাচে ৪২৭ গোল করেন আগুয়েরো। জাতীয় দলের হয়ে মোট ১০১ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল।

/এডব্লিউ

Exit mobile version