Site icon Jamuna Television

তাসমানিয়ায় জাম্পিং ক্যাসল দুর্ঘটনা, ২ শিশু নিহত

তাসমানিয়ায় ঝড়ো বাতাসে জাম্পিং ক্যাসল পড়ে যাওয়ায় প্রাণ হারালো এক শিশু। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু। গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।

স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ডেভেনপোর্টের একটি প্রাইমারি স্কুলে হয় ওই দুর্ঘটনা। পুলিশ জানায়, বাতাসের ধাক্কায় ফোলানো বেলুনটির কোনো একটি স্থান ফুটো হয়ে যায়। বাতাস বেরিয়ে গেলে, ৩২ ফুট উচ্চতা থেকে গড়িয়ে পড়ে শিশুরা।

স্কুল কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীদের সহযোগিতায় শিক্ষার্থীদের উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শিশু। পরিবারের আপত্তির কারণেই প্রকাশ করা হয়নি নিহতের নাম ও পরিচয়।

আরও পড়ুন : বাজি পড়ে দাউ দাউ করে জ্বললো বিয়ের গাড়ি, লাফিয়ে বাঁচলেন বর

বাকিরাও আতঙ্কিত এবং আঘাতপ্রাপ্ত এমনটা বলছেন চিকিৎসকরা। মূলত বছরশেষের একটি অনুষ্ঠান ছিল হিলক্রেস্ট প্রাইমারি স্কুলে।

/এডব্লিউ

Exit mobile version