Site icon Jamuna Television

এবার ধূলিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ধূলিঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে। বুধবার ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি ছিল কলোরাডোর পূর্বাঞ্চলে।

কলোরাডোতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৭ মাইল। এসময় ধূলিঝড়ের কারণে ঝাপসা হয়ে যায় চারদিক, বন্ধ হয়ে যায় বেশ কিছু সড়ক এমনকি ৩৫ মাইল দীর্ঘ হাইওয়ে।

ডেনভার বিমান বন্দরে পিছিয়ে যায় প্রায় ৫শ ফ্লাইট উড্ডয়ন আর বাতিল হয় শতাধিক। ডেনভার ও বুলডারে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৫০ হাজারের বেশি মানুষ। ধূলিঝড়ে গাছ ও ডালপালা ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে।

যুক্তরাষ্ট্রের দুর্যোগ নিয়ে আরও পড়ুন : দুর্যোগ পিছু ছাড়ছেই না যুক্তরাষ্ট্রের

নেব্রাসকা, কানসাস ও আইওয়ায় ঘণ্টায় ৮০ মাইল বেগে বয়ে গেছে ঝড়ো হাওয়া। উইসকনসিন, ইলিনয়সহ নিউ মেক্সিকো থেকে মিশিগান পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া বিভাগের। অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রার কারণে জারি হয়েছে একাধিক টর্নেডোর সতর্কতা।

/এডব্লিউ

Exit mobile version