Site icon Jamuna Television

মূল্যহীন হয়ে পড়তে পারে বিটকয়েন

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড বুধবার এক সতর্কবার্তায় বলেছে, বিটকয়েন মূল্যহীন হয়ে পড়তে পারে। এমনকি এই খাতে বিনিয়োগকারীদের সর্বস্ব হারানোর জন্য প্রস্তুত থাকা উচিত বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এই ডিজিটাল মুদ্রার আদৌ কোনো অন্তর্নিহিত মূল্য আছে কিনা, সেটি নিয়েও প্রশ্ন তুলেছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর এক বিটকয়েনের মূল্যমাণ ছিল ৫০ হাজার ডলারের কাছাকাছি। নভেম্বরের শুরুতে সর্বোচ্চ ৬৭ হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পরই দাম কমতে শুরু করে বিটকয়েনের। অবশ্য গত সপ্তাহে মোটামুটি স্থিতিশীল হয় বিটকয়েনের বাজার।

আরও পড়ুন : বিটকয়েন স্বীকৃত না হলেও অবৈধ নয়: বাংলাদেশ ব্যাংক

২০২০ সাল থেকে ক্রিপ্টোকারেন্সির পরিমাণ বাড়ছে। বিশ্বের মোট আর্থিক সম্পদের ১ শতাংশই ক্রিপ্টোকারেন্সি। শুধু যুক্তরাজ্যেই ২৩ লাখ মানুষের ক্রিপ্টো সম্পদ রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version