Site icon Jamuna Television

বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হয়নি পারভীনের

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এমএম পরিবহন নামে একটি বাসের চাপায় মারা গেছে সাজেদা পারভীন নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সে

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুধখালীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভীন তার শিক্ষকদের সাথে উপজেলার পাইলট স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছিলো। বাস চাপার পর তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত পিতার নাম বকুল সেখ।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা ইন্সপেক্টর মামুন আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Exit mobile version