Site icon Jamuna Television

পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নন: দিলীপ ঘোষ

ছবি: সংগৃহীত।

পৌরসভা নির্বাচনের শেষেরদিকে চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধী দুই শিবিরই। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালেও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি আক্রমন করেন তৃণমূলকে।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ফুলবাগানের এক সভায় মুখ্যমন্ত্রী বলেছেন মহিলাদের জন্য কলকাতা পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত জায়গা। এই প্রসঙ্গে, পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়ে শ্লীলতাহানি হওয়া মহিলার কথা মনে করিয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়। দিলীপ ঘোষ আরও বলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বললেই মহিলারা সুরক্ষিত হবে না সাধারণ মানুষ বললে তবেই হবে।

সৌদিতে না জেনে বাবার সাবেক স্ত্রীকে বিয়ে করলো ছেলে

বর্ধমানে বাস থেকে বোমাসহ এক ব্যক্তি গ্রফতার হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গ্রামেগঞ্জে বোম বন্দুকের কারখানা চলছে। টিএমসির পার্টি অফিসে বস্তা বস্তা বোম পাওয়া যায়। এটাই এখন শিল্প হয়ে গিয়েছে। বাসে গাড়িতে করে চারিদিকে সাপ্লাই হচ্ছে বোমা।

Exit mobile version