Site icon Jamuna Television

এবার মহাকাশে খাবার পৌঁছে দিচ্ছে উবার ইটস!

ছবি: সংগৃহীত।

ফুড ডেলিভারি অ্যাপের জনপ্রিয়তা এবার পৃথিবী ছাড়িয়ে বিস্তার করেছে মহাকাশেও। মহাকাশচারীরাও আজকাল ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর অনলাইনের মাধ্যমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও বিশ্বের যেকোনো প্রান্তে তো বটেই পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশেও খাবার পৌঁছে দিতে চেষ্টার ত্রুটি করছে না।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জাপানের উবার ইটস প্রথমবারের মতো পৃথিবীর গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে খাবার পৌঁছে দিয়েছে। তবে এখানেই শেষ নয়। চমকের আরও বাকি আছে। কারণ উবার ইটস এই খাবার পৌঁছে দিতে জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়ারকে বেছে নিয়েছে।

উবার ইটস জাপান তাদের ভ্যারিফাইড টুইটার পেজে ওই ডেলিভারি দেয়ার ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে, ইউসাকু মায়েজাওয়ার সাদা টি-শার্ট আর ইবার ইটসের ক্যাপ পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডার অ্যানতন শকাপলরভের কাছে উবার ইটসের বাদামি ব্যাগে খাবার পৌঁছে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, উবার ইটসের ডেলিভারির দেয়ার ক্ষেত্র বিস্তৃত হচ্ছে।

পড়ুন: ঘরে বসেই কাবার ‘হাজরে আসওয়াদ’ ছুঁয়ে দেখতে পারবেন মুসলিমরা

পোস্টটিতে মহাকাশে খাবার ডেলিভারি দেয়ার জন্য মায়েজাওয়াকে ধন্যবাদ জানিয়েছে উবার ইটস জাপান। টুইটার ব্যবহারকারীরা এই অনন্য খাবার ডেলিভারি দেখে তাজ্জব বনে গেছেন। কেউ কেউ একে ‘অসাধারণভাবে দুর্দান্ত ডেলিভারি’ বলে অভিহিত করেছেন।

Exit mobile version