Site icon Jamuna Television

সঞ্জয় লীলা বানসালি আমাকে মারতেন, গালি দিতেন: রণবীর কাপুর

ছবি: সংগৃহীত

সঞ্জয় লীলা বানসালির হাত ধরে রণবীর কাপুরের বলিউডে আত্মপ্রকাশ। বলা চলে, বানসালিই অভিনয়ের ‘অ-আ-ক-খ’ শিখিয়েছেন ঋষি পুত্রকে। বানসালির সাথে এক দশকের বেশি কাটানো সময় নিয়ে এবার মুখ খুলেছেন রণবীর। এই অভিনেতা বললেন, সঞ্জয় লীলা বানসালি আমাকে মারতেন, গালিগালাজ করতেন! খবর আনন্দবাজার পত্রিকার।

রণবীর ২০০৫ সালে ‘ব্ল্যাক’ সিনেমায় সঞ্জয়ের সহকারী হিসেবে কাজ করেছিলেন। ১৬ বছর পরেও পরিচালকের কড়া শাসনের স্মৃতি তার মনে সজাগ রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, আমি একবারও বলছি না যে আমাদের যুগের অভিনেতারা শুধু আর্থিক সাফল্যের দিকে ছোটেন। কিন্তু যখন আমি সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে কাজ করতাম, তিনি আমার সঙ্গে সে রকম আচরণই করতেন।

বানসালির শাসন সম্পর্কে তিনি বলেন, আমাকে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু মুড়ে বসে থাকতে হতো। তিনি আমাদের মারতেন। গালিগালাজ করতেন। এ ধরনের আচরণ আমাদের বাইরে দুনিয়ার জন্য প্রস্তুত করেছে।

রণবীর কাপুরের দাদাকে নিয়ে লেখা বই ‘রাজ কপূর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’ এর উদ্ধোধন অনুষ্ঠানে গিয়ে তিনি নিজের এ অভিজ্ঞতার কথা বলেন।

Exit mobile version