Site icon Jamuna Television

খেলাকে কলঙ্কিত করার জন্য ক্ষমাপ্রার্থী ওয়ার্নার

অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের মতো সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও বল বিবৃতির ঘটনায় ক্ষমা চেয়েছেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অনুসন্ধান অনুসারে, বল বিবৃতির মূল হোতা হচ্ছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

এক টুইট বার্তায় তিনি বলেন, “অস্ট্রেলিয়া ও সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের প্রতি: আমি যে ভুল করেছি তাতে পুরো ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি আমার কৃত কর্মের জন্য ক্ষমাপ্রার্থী, এবং আমি এর দায় নিচ্ছি। এটি ক্রিকেট খেলার ওপর কালিমা লেপে দিয়েছে। আমার কিছু অবসর সময়ের প্রয়োজন, এবং এই সমটাতে পরিবার-পরিজন ও বিশ্বস্ত পরামর্শদাতাদের সাথে কাটাতে চাই।”

গত বৃহস্পতিবার ওয়ার্নারকে এক বছরের জন্য সকল আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। পাশাপাশি তাকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের যে কোনো সংস্করণের খেলায় নেতৃত্ব প্রদানেও নিষিদ্ধ করা হয়েছে।

চলতি বছরের আইপিএল চুক্তি থেকেও বাদ পড়েছেন এই অজি ব্যাটসম্যান। তার সঙ্গে বিপণন বিষয়ক বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version