Site icon Jamuna Television

ইমনের সাথে অভিনয় করবেন না মাহি

মামনুন হাসান ইমন ও মাহিয়া মাহি।

ওমরাহ পালন শেষে দেশে ফিরে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কাগজের বৌ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু বুধবার (১৫ ডিসেম্বর) রাতে মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, ওই ওয়েব ফিল্মটি করছেন না তিনি।

মাহি ফেসবুকে বলেন, ‌শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ (কাগজের বিয়ে) হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌর (কাগজের বিয়ে) জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

মাহির সেই পোস্টের স্ক্রিনশট।

জানা গেছে, চয়নিকা চৌধুরীর এ ওয়েব ফিল্মে নায়কের চরিত্রে অভিনয় করবেন মামনুন হাসান ইমন।

উল্লেখ্য, সম্প্রতি সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে অভিনেতা ইমন ও চিত্রনায়িকা মাহির কলরেকর্ড ফাঁসের ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। গুঞ্জন ওঠেছে, এ ঘটনাকে কেন্দ্র করেই ইমনের সাথে দূরত্ব তৈরি হয়েছে মাহিয়া মাহির।

Exit mobile version