Site icon Jamuna Television

শহীদ জুয়েল একাদশকে হারালো শহীদ মুশতাক একাদশ

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৪২ রানে হারিয়েছ শহীদ মুশতাক একাদশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ মুশতাক একাদশের দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে যায় শহীদ জুয়েল একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হাবিবুল বাশার সুমন। বল হাতে তারেক আজিজ ও সানোয়ার হোসেন নেন ২’টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে শহীদ মুশতাক একাদশ। ব্যাট হাতে আতাহার আলী খান করেন সর্বোচ্চ ৬০ রান।

আরও পড়ুন: খেলার সাথে রাজনীতির মেশানোর টেস্টে কি লজ্জা পেয়েছিল পাকিস্তান?

Exit mobile version