Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় একটি স্কুলে শিশুদের খেলার রাইড বাউন্সি ক্যাসল থেকে পড়ে পাঁচ শিশু নিহত ও চারজন আহত হয়েছে। ক্যাসলটি প্রবল বাতাসে আকাশের দিকে উড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির পুলিশ। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। মারা যাওয়াদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে শিশু রয়েছে। হতাহত শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তাসমানিয়ার হিলক্রেস্ট প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। যে রাইডটি থেকে শিশুরা পড়েছে, সেটির নাম বাউন্সি ক্যাসেল। মূলত প্লাস্টিক দিয়ে দুর্গের আদলে এই রাইড তৈরি করা হয়। এর প্লাস্টিকের দেয়ালগুলো বায়ুভর্তি থাকে।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের পুলিশ বলেছে, একটি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ আয়োজন উপলক্ষে বাউন্সি ক্যাসেল রাইডের ব্যবস্থা করা হয়েছিল। দমকা বাতাসে এটি উড়ে গিয়েছিল। এরপর সেটি ৩২ ফুট ওপর থেকে পড়ে।

ইউএইচ/

Exit mobile version