Site icon Jamuna Television

সুপার টাইফুন ‘রাইয়ে’ বিপর্যস্ত ফিলিপাইন

ছবি: সংগৃহীত

সুপার টাইফুন ‘রাইয়ের’ তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। বৃহস্পতিবার দেশটির ১ লাখ মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের তরফ থেকে বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকাগুলোয়। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরে উৎপন্ন ঝড়টির ঘূর্ণন বেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার। এখনও কোনো হতাহতের খবর না মিললেও সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড এবং দেশটির সেনাবাহিনী।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, ঝড়টির গতিপথে রয়েছে অন্তত ১০ হাজার গ্রাম-লোকালয়। সুতরাং ক্ষয়ক্ষতি হবে বিশালাকার। এরইমধ্যে সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থগিত রয়েছে বেশকিছু বিমান ফ্লাইটের চলাচল। বন্ধ রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালত।

ইউএইচ/

Exit mobile version