Site icon Jamuna Television

মুক্তি পেলো হাইতিতে অপহৃত ১২ মার্কিন-কানাডিয়ান

ছবি: সংগৃহীত

হাইতিতে অপহৃত ১২ মার্কিন-কানাডিয়ান মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের মুক্তি দিলো চরমপন্থী ফোর-হান্ড্রেড মাওজো গ্যাং। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে দেশটির পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, কয়েক সপ্তাহের টানা সমঝোতা আলোচনার পর বিদেশিদের মুক্তি দিলো অস্ত্রধারীরা। অবশ্য কোন শর্তের বিনিময়ে জিম্মিদশার অবসান হলো সেটি জানায়নি হাইতি সরকার।

গেলো অক্টোবরে রাজধানীর একটি এতিমখানা সফরের সময় ১৬ জনের দলটিকে অপহরণ করা হয়। যাদের মধ্যে ছিল পাঁচটি শিশু। একজনের বয়স মাত্র ৮ মাস। সেসময় প্রত্যেকের মুক্তির বিনিময়ে চাওয়া হয়েছিল ১০ লাখ ডলার। দু’সপ্তাহ পরেই চারজনকে মুক্তি দেয়া হয়েছিল।

দেশটির নিরাপত্তা বাহিনীর তথ্য অনুসারে- চলতি বছর কমপক্ষে ৮০০ মানুষকে অপহরণ করা হয়।

ইউএইচ/

Exit mobile version