Site icon Jamuna Television

২য় টেস্টের প্রথম দিনে অজি ব্যাটারদের দাপট

ছবি: সংগৃহীত

সিরিজের ২য় টেস্টের প্রথম দিনে দাপট ছিল অজি ব্যাটারদের। দুর্বল ইংলিশ বোলিংয়ের সুযোগ নিয়ে ২ উইকেটে ২২১ রান করে দিন শেষ করে স্বাগতিকরা।

অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মার্কাস হ্যারিসের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ২য় উইকেট জুটিতে মারনাস লেবুশানেকে সাথে নিয়ে ১৭২ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়েন ডেভিড ওয়ার্নার। ৯৫ রান করে স্টোকসের বলে ওয়ার্নার আউট হলেও এখনও সেঞ্চুরির সম্ভাবনা টিকে আছে লেবুশানের।

আরও পড়ুন: যে রেকর্ডে রিজওয়ান ছাড়া আর কেউ নেই

২য় দিন লেবুশানে ৯৫ আর অধিনায়ক স্টিভেন স্মিথ ১৮ রান নিয়ে খেলা শুরু করবেন। এর আগে বায়ো বাবলস প্রোটোকল ভাঙ্গায় প্যাট কামিন্স বাদ পড়লে দলের অধিনায়কের দায়িত্ব পান স্টিভেন স্মিথ।

ইউএইচ/

Exit mobile version