Site icon Jamuna Television

ধারের ১০০০ টাকা শোধ করতে পারেনি মা, সন্তানকে খুন!

মৌলভীবাজারের সম্পাশি গ্রামের আট বছরের মাহিম। ১১ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। একদিন পর মনু নদে পাওয়া যায় মরদেহ। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, ধারের এক হাজার টাকা শোধ করতে পারেনি মা। তাই জীবন দিতে হলো শিশু মাহিমকে। প্রতিবেশী যুবক সাব্বির ধার দেয়া টাকা ফেরত না পাওয়ায় হত্যা করে শিশুটিকে। এরপর মরদেহ ফেলা হয় নদে।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, মাহিমের মায়ের কাছে ধারের এক হাজার টাকা পেতো প্রতিবেশী যুবক সাব্বির। নির্ধারিত সময়ে সেই টাকা ফেরত না পেয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে ঘাতক। লাশ গুমের জন্য ফেলা হয় মনু নদে।

আরও পড়ুন: ২৫ বছর ধরে ভোট দিতে পারেন না ডাকরা পাড়ার বাসিন্দারা!

এক হাজার টাকার জন্য শিশু হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা। মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা করেছে শিশুটির বাবা। কারাগারে পাঠানো হয়েছে ঘাতককে।

Exit mobile version