Site icon Jamuna Television

রাজধানীতে হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি।

রাজধানীর মিরপুরে হাসিব নামের এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে কিশোর গ্যাং এর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশের।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় মিরপুর বিভাগের এডিসি তৈমুর রহমান।

পুলিশের ধারণা, দুবাই প্রবাসী বিপুল হাসিবকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে তাকে মিরপুর টপটেনে কাজে নেয়। এরপর গত ১৩ ডসেম্বর তারিখ রাত ১২ টায় শাহ আলী থানাধীন একটি সড়কে কিশোর গ্যাং এর সদস্য হৃদয় তাকে ছুরিকাঘাতে হত্যা করে। হৃদয়ের সাথে এসময় আরও ৪ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জানায় পুলিশ।

খুনের পর হৃদয়কে ঝালকাঠি থেকে এবং আর ২ জনকে মিরপুর থেকে আটক করা হয়। কিলিং মিশনে অংশ নেয়া আরও দুই সদস্যকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এডিসি।

Exit mobile version