Site icon Jamuna Television

প্রেমিকার পায়ের প্রেমে পড়ে জুতা কিনতে লাখ লাখ টাকা খরচ করেন প্রেমিক!

ছবি: প্রতীকী

প্রেমিকার পায়ের প্রেমে পড়ে জুতা কিনতে লাখ লাখ টাকা খরচ করেছেন এক প্রেমিক! এমন অদ্ভুত প্রেমের কথা অবিশ্বাস্য হলেও এমনই দাবি করেছেন এক নারী। তার পায়ের প্রেমে নাকি ‘হাবুডুবু’ খাচ্ছেন প্রেমিক। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যারিজোনার। অ্যানাবেল ফেমেকো নামে জনৈক ওই নারী জানিয়েছেন, এতে তার বেশ লাভই হচ্ছে। কেনোনা তার পায়ের প্রেমে পড়ে প্রেমিক সব নতুন নতুন এবং দামি ব্র্যান্ডের জুতা কিনে দিচ্ছেন। জুতা কেনায় তার প্রেমিকের কোনো কার্পণ্য নেই।

অ্যানাবেল সম্প্রতি বিয়ে করেছেন তার প্রেমিককে। তার কথায়, প্রেমিক আমার পা দেখলেই রোমান্টিক হয়ে পড়েন। ফলে পা সাজাতে জুতার পর জুতা কিনে আনেন। লাখ লাখ টাকা খরচ করে শুধু জুতা কেনেন।

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় ‘কে পপ’ গান শোনায় ৭ জনকে মৃত্যুদণ্ড

এই ঘটনায় নেটিজেনদের কেউ কেউ রসিকতা করে লিখেছেন, ‘আমার প্রেমিক সিগারেট ভালোবাসেন।’ আবার একজন লিখেছেন, ‘আমার স্বামী অন্য নারীদের দেখে প্রেমে পড়েন!’

ইউএইচ/

Exit mobile version