Site icon Jamuna Television

আমাদের দেশের দুর্দান্ত ব্র্যান্ডিং হচ্ছে: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

আমরা এমন এক পর্যায়ে আছি যখন আমাদের দেশের দুর্দান্ত ব্র্যান্ডিং হচ্ছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশ আগামীতে কী পরিচয়ে পরিচিত হবে, দেশের আগামীর পথ কী হবে সেটা অনেকখানি নির্ভর করবে আমরা নিজেদের জায়গা থেকে কাজটা কতটা এগিয়ে নিতে পারি তার উপর। গণতন্ত্র আনতে গিয়ে আমাদের পূর্বসুরীরা, সতীর্থরা অনেক রক্ত দিয়েছেন। জনগণকে এখন আর রক্ত দেবার প্রয়োজন নেই, জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যগুলো পূরণে দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক মানুষ যদি তার দায়িত্বটুকু পালন করেন তাহলেই দেশ এগিয়ে যাবে। হোক সেটি ছোট কিংবা বড়, যদি প্রত্যেকে নিজের উপর অর্পিত কাজটি যথাযথভাবে সম্পন্ন করে তাহলেই দেশের অগ্রগতি সম্ভব। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তারা।

আরও পড়ুন: বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে: মার্কিন রিপোর্ট

Exit mobile version