Site icon Jamuna Television

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে বলা হয়, ৯৬ বছর বয়সী এ নেতার শরীরে এখন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। আগামী কয়েক দিন হাসপাতালে থাকবেন মাহাথির। তার রোগ নির্ণয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা–নিরীক্ষা করানো হবে এবং পর্যবেক্ষণে রাখা হবে। খবর রয়টার্সের।

এর আগেও তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। বাইপাস সার্জারিও করতে হয়েছিল। তবে সাবেক এ প্রধানমন্ত্রীর শরীরে কোন কোন উপসর্গ দেখা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার মুখপাত্রও কোনো মন্তব্য করেননি।

মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। দেশটির রাজনৈতিক অঙ্গনে মাহাথির এখনও প্রভাবশালী ব্যক্তি।

Exit mobile version