Site icon Jamuna Television

আগের চেয়ে কম খরচে পাঠানো হবে মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এবার আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে অভিবাসন দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। গত প্রায় দুই বছর ধরে করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। এতে অন্যান্য খাতের মতো বিদেশে কর্মসংস্থান খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। এখন সংক্রমণ কিছুটা কমে আসায় আবারও বাড়তে শুরু করেছে বিদেশে কর্মসংস্থান।

সকালের ওই বিফ্রিংয়ে মন্ত্রী জানান, এ অর্থবছরের প্রথম চার মাসে প্রায় আড়াই লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। শুধু নভেম্বরেই বিদেশে গেছে ১ লাখ ২ হাজার ৮৬৩ জন। মালয়েশিয়ার শ্রমবাজার কর্মী প্রেরণ নিয়ে খুব শীঘ্রই সমঝোতা চুক্তি সই হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

প্রসঙ্গত, এর আগেও মন্ত্রী জানিয়েছিলেন, অবশেষে খুলছে মালয়েশিয়া, এবার থাকবে না কোনো সিন্ডিকেট। প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন লিংক থেকে।

/এডব্লিউ

Exit mobile version