Site icon Jamuna Television

ক্রিকেটের জবাব হকিতে, পাকিস্তানকে পাত্তাই দিলো না ভারত

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসরে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ৩-১ গোলে হারের মধ্য দিয়ে টি-২০ বিশ্বকাপের হারের প্রতিশোধ নিল ভারতের হকি তারকারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ভারত। প্রথম কোয়ার্টারে হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি কর্নার থেকে গোল করলে ভারতীয় দল ১-০ তে এগিয়ে যায়।

দ্বিতীয় কোয়ার্টারেও ভারত দারুণ গতিতে খেলেছে। তবে এই সময় পাকিস্তান দলের রক্ষণকে খুব শক্তিশালী দেখা গেছে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত বারবার আক্রমণে গেলে তা ব্যর্থ করে দেয় পাকিস্তানের রক্ষণভাগ। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে আকাশদীপ সিং ৪২ মিনিটে গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দেন।

দুই মিনিটের মধ্যে পাকিস্তানের হয়ে গোল করে ব্যবধান কমান জুনায়েদ মঞ্জুর। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে হরমনপ্রীত সিং তৃতীয় গোল করে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ম্যাচের শেষ পর্যন্ত দুই দলই গোলের জন্য লড়াই চালিয়ে গেলেও কোনও সাফল্য পায়নি। ম্যাচ হারলেও এদিন পাকিস্তানের গোলরক্ষক আলি আমজাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

উল্লেখ্য, কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির দল ধরাশয়ী হয়েছিল বাবর আজমদের কাছে।

Exit mobile version