Site icon Jamuna Television

হাতি আতঙ্কে ফেনীর মানুষ

এরপর থেকে হাতিটিকে আর জনসম্মুখে দেখা যায়নি।

ফেনী প্রতিনিধি:

ভারতের ত্রিপুরা থেকে দলছুট একটি হাতি সীমান্তবর্তী এলাকা হয়ে ফেনীতে ঢুকে পড়েছে। দিনে হাতিটি কোথায় দেখা না গেলেও রাতের বেলায় হাতিটি জেলার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে রেখে যাচ্ছে। এতে করে এলাকায় বিরাজ করছে আতঙ্ক।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে বন বিভাগ হাতিটির অনুসন্ধানে কাজ শুরু করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পাঁচগাছিয়ার কাশিমপুর এলাকার মামুন মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে হাতিটি তাদের বাড়ির পাশ অতিক্রম করেছে। এতে বেশ কিছু ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন স্থানে হাতির পায়ের দাগ তার প্রমাণ বহন করে।

বন বিভাগের ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার রাতে হাতিটিকে সদর উপজেলার ধর্মপুরে দেখা গেছে। এর আগে হাতিটি পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে দেখেছে স্থানীয়রা। হাতিটি রাতের বেলায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও দিনের বেলায় এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি। 

ফেনী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাকসুদ আলম জানান, গহীন পাহাড়ি এলাকা থেকে হাতিটি লোকালয়ে চলে এসেছে, সেটি আবার ফিরে যাবে। এখন পর্যন্ত বন বিভাগ থেকে হাতিটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যায়নি।

সম্ভাব্য স্থানগুলোতে হাতিটি দেখা গেলে কোনো ক্ষতি না করে তাৎক্ষণিক বন বিভাগকে খবর দিতে বলা হয়েছে।   

/এসএইচ

Exit mobile version