Site icon Jamuna Television

‘ধর্ষণ উপভোগ করুন’

ছবি: সংগৃহীত।

যখন ধর্ষণ এড়ানোর কোনো উপায় থাকে না, তখন মেয়েরা হৈচৈ না করে তা উপভোগ কেন করে না, কর্ণাটকের প্রাক্তন স্পিকার ও বিশিষ্ট কংগ্রেস নেতা কে আর রমেশ রাও খোদ কর্ণাটক বিধানসভায় এই বক্তব্য রেখেছেন। বিধানসভায় এই বক্তব্যে হাসির রোল ওঠে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে লিখেছেন অগ্রহণযোগ্য আচরণ। কংগ্রেস দল বিধায়কের এই মন্তব্যকে খারিজ করছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান রেখা শর্মা বলেন, বিধানসভায় বসে যদি এই মন্তব্য করেন, তাহলে নারীদের প্রতি কেমন আচরণ করবেন?

বিধানসভায় রমেশ বলেন, ধর্ষণ অনিবার্য, শুয়ে পড়ুন এবং উপভোগ করুন। যখন কিছু করার নেই তখন আপনি যে অবস্থানে রয়েছেন সেটাই ঠিক। পরে ক্ষমা চেয়ে টুইট করেন তিনি।

পড়ুন: উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হলো হাসি, নিয়ম ভাঙলে কঠোর শাস্তি!

Exit mobile version