Site icon Jamuna Television

বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় মেসি, রোনালদোর পরেই শচীন

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক জরিপকারী প্রতিষ্ঠানের করা বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তালিকায় শচীনের অবস্থান ১২তম স্থানে। আর খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান শীর্ষ তিনে। তার আগে আছেন তারকা দুই ফুটবলার মেসি ও রোনালদো।

ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির অবস্থান এই তালিকার ১৮ নম্বর স্থানে। ভিরাটের আগে এই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২০ জনের এই তালিকায় শীর্ষ অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের মতো এবারো আছেন তালিকার তিন নম্বরে।

আরও পড়ুন: ‘ধর্ষণ উপভোগ করুন’

গতবারের জরিপে সেরা ২০ এর মধ্যে ছিলেন না শচীন। এবার নতুন করে সেরা বিশে যে পাঁচজন উঠে এসেছেন, তার মধ্যে তালিকার ১১ নম্বরে যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেটের পরই আছেন শচীন টেন্ডুলকার। এই জরিপে বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও পেছনে ফেলেছেন শচীন।

আরও পড়ুন: চেয়ার সরিয়ে শ্রমিকদের সাথে মাটিতে মোদি, ভিডিও ভাইরাল

Exit mobile version