Site icon Jamuna Television

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিয়াম খন্দকার (২০)

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম খন্দকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর (লামারবাড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম খন্দকার (২০) ওই এলাকার শাহ আলম খন্দকারের ছেলে। তিনি আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সিয়ামের বাবা শাহ আলম খন্দকার যমুনা নিউজকে জানান, বাড়িতে একটি অনুষ্ঠানে সহযোগীদের নিয়ে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন সিয়াম। এসময় জিআই তারের সাথে বিদ্যুৎ সঞ্চালন তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সিয়াম।

আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয় তার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসএইচ

Exit mobile version