Site icon Jamuna Television

যে কারণে কালো ব্যাজ বেঁধে খেলতে নেমেছেন স্মিথ-লাবুশেনরা

ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অ্যাডিলেডে শুরু হয়েছে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। গোলাপি বলের এই টেস্টে দ্বিতীয় দিনে বাহুতে কালো ব্যাজ পরে খেলতে নেমেছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।

মূলত এক মর্মান্তিক ঘটনার কারণেই অজি ক্রিকেটাররা কালো ব্যাজ পরে খেলতে নেমেছেন। তাসমানিয়ার ডেভেনপোর্টে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ শিশু।

তাসমানিয়ায় বাতাসে উড়ে যাওয়া বাউন্সি ক্যাসল থেকে পড়ে মারা গেছে এই পাঁচ শিশু। তাদের আত্মার শান্তি কামনায় এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে কালো ব্যাজ পরেছেন খেলোয়াড়রা। বাউন্সি ক্যাসল মূলত বেলুন দিয়ে তৈরি একধরনের খেলার উপকরণ।

আরও পড়ুন: নিয়মের ফাঁদে ফেলে এরিকসেনের সাথে চুক্তি বাতিল করলো ইন্টার মিলান

শিশুদের মর্মান্তিক এই মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এটিকে হৃদয়বিদারক ও অকল্পনীয় ঘটনা হিসাবে আখ্যা দিয়েছেন তিনি।

জেডআই/

Exit mobile version