Site icon Jamuna Television

ছয় মাস দেশে ফিরছেন না শাকিব খান

প্রবাসী হচ্ছেন শাকিব খান। জানা গেছে, যুক্তরাষ্ট্রে নাগরিকেত্বের আবেদন করেছেন শাকিব খান। সেখানে স্থায়ী হওয়ার নিয়ম মানতে ভ্রমণের তারিখ থেকে ছয় মাসের আগে তিনি দেশে ফিরছেন না। তার যুক্তরোষ্ট্রে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রায় দুবছর আগের এ খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন শাকিব খান। তবে এবার গুঞ্জন উড়িয়ে সত্যে পরিণত হলো বিষয়টি। গত মাসের ১২ নভেম্বর প্রথমবার যুক্তরাষ্ট্র যান শাকিব খান। তখন জানা গিয়েছিল, এই সফর মাত্র কয়েক দিনের।

কিন্তু দেশটিতে ভ্রমণের পর ঢাকার বেশ কয়েকটি অসমাপ্ত সিনেমার কাজ যুক্তরাষ্ট্রে শেষ করতে তিনি সিনেমার পরিচালকদের প্রস্তাব দেন। এরই মধ্যে গলুই সিনেমার ডাবিং চলছে সেখানে।

/এডব্লিউ

Exit mobile version