Site icon Jamuna Television

টাইফুন ‘রাই’-এর তাণ্ডবে ফিলিপাইনে নিহত অন্তত ১৪, নিখোঁজ ৭

ছবি: সংগৃহীত

সুপার টাইফুন ‘রাই’-এর তাণ্ডবে ফিলিপাইনে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ বাসিন্দা, এখনো নিখোঁজ ৭ জন। গৃহহীন দেশটির ৩ লাখের বেশি মানুষ।

বর্তমানে গতি হারিয়ে ক্যাটাগরি-থ্রি ঝড়ে পরিণত হয়েছে রাই। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সিয়ারগাও দ্বীপে আঘাত হানার সময়ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল ২৬০ কিলোমিটার। আর টাইফুনের ঘূর্ণনবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা, ভূমিধস সৃষ্টির মাধ্যমে পশ্চিমাঞ্চলে সরে যাচ্ছে ঝড়টি।

এর গতিপথে থাকা এলাকাগুলোয় জারি রয়েছে সতর্কতা। অনেক শহরই বিদ্যুৎ বিচ্ছিন্ন। নিরাপদ আশ্রয়ে ৩ লাখ ৩২ হাজার মানুষকে সরানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, আরও কিছুদিন থাকবে এ বৈরী অবস্থা।

Exit mobile version