Site icon Jamuna Television

রোনালদোর রেকর্ড ছুঁলেন লেভানডভস্কি, ধরাছোঁয়ার বাইরে মেসি

ছবি: সংগৃহীত

ভল্ফসবুর্গের বিরুদ্ধে দুর্দান্ত গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর করা এক ক্যালেন্ডার ইয়ারে ৬৯ গোলের রেকর্ড ছুঁয়েছেন বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি। কিন্তু লিওনেল মেসির এখনো রয়ে গেছেন এই পোলিশ গোলমেশিনের ধরাছোঁয়ার বাইরে। মেসির করা ৯১ গোল কেউই কখনও ছুঁতে পারবে কিনা তা শক্ত করে বলা কঠিন।

বছরের শেষ ম্যাচে একটি গোল হলেই রোনালদোর রেকর্ড ছুঁতে পারবেন, এমন সমীকরণেই ভল্ফসবুর্গের বিপক্ষের ম্যাচটি খেলতে নামেন লেভানডভস্কি। কিন্তু সময় এগিয়ে যেতে থাকে। একে একে টমাস মুলার, উপামেকানো, লেরয় সানেদের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও গোল আর পাচ্ছিলেন না লেভানডভস্কি। অবশেষে, ম্যাচের ৮৭ মিনিটে মুসিয়ালার ক্রস থেকে অনবদ্য ভলিতে গোলে বায়ার্নের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন রবার্ট লেভানডভস্কি। এই গোলে বুন্দেসলিগায় নতুন রেকর্ড গড়েন তিনি। এক কালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ৪৮ গোলের মালিক এখন পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি। সেই সাথে রোনালদোকেও ছুঁয়ে ফেলা হলো তার।

আরও পড়ুন: নিলামে তোলা হচ্ছে ম্যারাডোনার ব্যবহৃত পণ্য

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ৬৯ গোল করেছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। লেভা অবশ্য ৬৯ গোলের রেকর্ডটি ছুঁতে এক ম্যাচ কম খেলেছেন। তবে এতকিছু করেও ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ছাপিয়ে যাওয়া হচ্ছে না লেভার। সেটা হচ্ছে না ব্যালন ডি’অর বাঁ গোলের রেকর্ড, কোনো জায়গায়ই। ২০১২ সালে ম্যাচে ৯১ গোলের যে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছিলেন মেসি, সেটি লেভা বাঁ অন্য কেউ আর কখনও ভাঙতে পারে কিনা, সেটিই দেখার বিষয়। ৯১ গোলের সাথে ২২টি অ্যাসিস্টকেও রাখলে মন খারাপ হয়ে যেতে পারে লেভার। এতকিছু করেও যে ১৩ অ্যাসিস্টের বেশি করতে পারেননি ক্যারিয়ারের শ্রেষ্ঠ সিজন কাটানো এই বায়ার্ন গোলমেশিন!

আরও পড়ুন: ভল্ফসবুর্গের জালে বায়ার্নের ৪ গোল

Exit mobile version