Site icon Jamuna Television

ওমিক্রনের বিরুদ্ধে রাশিয়ান টিকা স্পুটনিক কার্যকর, দাবি পুতিনের

ছবি: সংগৃহীত

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অনেকাংশেই কার্যকর রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক ভ্যাকসিন। শুক্রবার (১৭ ডিসেম্বর) এমন দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন বলেন, আজকের অবস্থানে দাঁড়িয়ে বলতে পারি, স্পুটনিক, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে অনেকাংশে কার্যকর। হয়তো বিশ্বব্যাপী ব্যবহৃত অন্যান্য টিকাগুলো থেকেও বেশি সক্ষম। কয়েকদিনের মধ্যেই গবেষকরা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এরপরই বুস্টার ডোজ হিসেবে দেশে স্পুটনিক দেয়া শুরু হবে।

রাশিয়ার বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে বুস্টার ডোজ হিসেবে যারা স্পুটনিক লাইট নিয়েছেন, তাদের দেহে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। যা মার্কিন টিকা ফাইজারের বুস্টারের থেকে বেশি। মার্কিন টিকার বুস্টার ডোজ তিন মাসে মাত্র ২৯ শতাংশ কার্যকরী হয়েছে বলে দাবি করেছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ)।

Exit mobile version