
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে ছিল অটোচালক আব্দুস সোবহানের মরদেহ।
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি নলছিটির শ্রীরামপুর নামক এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে পরিবারকে ফোন করে পুলিশ। পরে নিহতের ছেলে আল মামুন খলিফা ঘটনাস্থলে এসে বাবার লাশ সনাক্ত করেন।
মামুন জানান, তার বাবার নাম আব্দুস সোবাহান। তিনি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা, পেশায় একজন অটোচালক। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ি থেকে বের হওয়ার পর সোবহানের আর খোঁজ মেলেনি বলে জানান মামুন।
আরও পড়ুন: এসএসসির সিলেবাস ৭০ শতাংশ কমানোর দাবিতে নেত্রকোণায় শিক্ষার্থীদের মানববন্ধন
এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি তদন্ত করছে। ঘটনাটি কীভাবে সংঘটিত হলো তা তদন্তের পরে বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply