Site icon Jamuna Television

প্রেমিকাকে দামি উপহার দিতে ডাকাতি, শেষে পুলিশের হাতে আটক যুবক

ছবি: সংগৃহীত।

প্রেমিকার রাগ ভাঙাতে দামি উপহার দেয়ার পরিকল্পনা ছিল শুভমের। ২০ বছর বয়সী এই যুবক তাই কিছু না ভেবেই টাকা জোগাড় করতে ডাকাতির ছক কষেন। সাথে ছিলেন দুই সঙ্গী আসিফ (১৯) এবং মোহাম্মদ শরিয়াফুল মোল্লা (৪১)। তবে শেষ রক্ষা হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে দিল্লির সরোজিনী নগর এলাকায়। পুলিশ জানায়, একটি বহুজাতিক সংস্থার সিইও পদে কর্মরত আদিত্য কুমার নামের এক ব্যক্তির বাড়িতেই ডাকাতি করতে গিয়েছিলেন তিনজন। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই পিস্তল দেখিয়ে ভিতরে ঢোকে ওই তিন যুবক।

আরও পড়ুন: বিড়াল ছানা ভেবে ঘরে আনলেন বাঘের বাচ্চা!

এ সমস্ত কর্মকাণ্ড আবার ধরা পড়েছে আদিত্যর বাড়ির এক সিসিক্যামেরায়। সেই ভিডিওতে ধরা পড়ে ঘরের ভেতরে আদিত্যের সাথে তিন ডাকাতের ধস্তাধস্তির দৃশ্য। ল্যাপটপ, মোবাইল ফোনসহ একাধিক দামি জিনিস নিয়েছিল শুভম ও তার সঙ্গীরা।

তবে বিভিন্ন সিসিক্যামেরা দেখে তাদের শনাক্ত করে পুলিশ। পরে গ্রেফতার করে এসব জিনিস উদ্ধারও করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে প্রেমিক শুভম এর আগেও মোবাইল চুরির ঘটনায় জেল খেটেছেন বলে জানায় পুলিশ। নভেম্বরেই ছাড়া পেয়েছেন তিনি।

এসজেড/

Exit mobile version