Site icon Jamuna Television

গা শিউরে ওঠা দৃশ্য! আগুন থেকে বাঁচতে পাইপ বেয়ে নেমে এলো ভাই-বোন

ছবি: সংগৃহীত

ছয়তলা থেকে পাইপ বেয়ে নেমে প্রাণে বাঁচলো দুই কিশোর-কিশোরী। গত শুক্রবার (১৭ ডিসেম্বর), নিউইয়র্কের বহুতল ভবনে আগুন লাগলে দেখা যায় এই গা শিউরে ওঠা দৃশ্য।

কার্নিশ ধরে ঝুলছে এক কিশোরী। ছবি: সংগৃহীত

১৭ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর নাগাদ, নিউ ইয়র্কের ১৪ তলা উঁচু অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এ সময়, প্রাণ বাঁচাতে ১৮ বছর বয়সী এক কিশোরী তাদের ৬ তলার জানালা দিয়ে বের হয়ে প্রাণ বাঁচাতে কিছুক্ষণ ঝুলতে থাকে কার্নিশ ধরে। এরপর কোনোভাবে পাইপ পর্যন্ত পৌঁছে মাটি থেকে প্রায় ৫০ ফুট উঁচুতে বিপজ্জনকভাবে আটকে থাকে সেই কিশোরী।

ভাইকে বাঁচাতে সাহায্য করছে সেই কিশোরী। ছবি: সংগৃহীত

তারপর, তার ১৩ বছর বয়সী ভাইও অনেক কষ্ট করে ঝুলতে ঝুলতে পাইপের নাগাল পায়। নিচে ককশিটের মতো কিছু একটা নিয়ে দাঁড়িয়ে ছিল এলাকাবাসী। পাইপ ধরে কিছুটা পথ নামার পর কিশোর কিশোরীকে উদ্ধার করতে সমর্থ হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

পাইপ ধরে ঝুলে আছে দুই ভাই-বোন। ছবি: সংগৃহীত

১৮ ও ১৩ বছর বয়সী এই দুই কিশোর- কিশোরী বর্তমানে রয়েছে হাসপাতালে। ঐ অ্যাপার্টমেন্ট থেকে একজনের মরদেহ এবং গুরুতর দগ্ধ একজনকে উদ্ধার করা হয়। এছাড়া ৩ ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

আরও পড়ুন: ভারতে প্রতি ২৫ মিনিটে একজন গৃহিণী আত্মহত্যা করেন, কেন?

/এমই

Exit mobile version