Site icon Jamuna Television

রাশিয়ার নির্মাণাধীন যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত।

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে রাশিয়ার একটি নির্মাণাধীন যুদ্ধজাহাজ। শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির অন্যতম বন্দর শহর সেন্ট পিটার্সবার্গে ঘটে এ দুর্ঘটনা।

এসময় গুরুতর দগ্ধ হন কমপক্ষে ৩ জন নির্মাণ শ্রমিক। প্রায় ২০০ ফায়ার সার্ভিস কর্মী কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত নির্মাণাধীন অত্যাধুনিক জাহাজটি। এতে গোটা শহর বিশাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আকস্মিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানায়নি কর্তৃপক্ষ। রহস্য উদঘাটনে গঠিত হয়েছে তদন্ত কমিটি।

আরও পড়ুন: প্রেমিকাকে দামি উপহার দিতে ডাকাতি, শেষে পুলিশের হাতে আটক যুবক

সম্প্রতি কয়েক সিরিজে এই ধরনের যুদ্ধজাহাজ নির্মাণ করেছে রাশিয়া। দুর্ঘটনাকবলিত জাহাজটি ছিল এই সিরিজের সর্বশেষতম। আগামী বছরের শেষ নাগাদই জাহাজটি রুশ নেভিতে যুক্ত হওয়ার কথা ছিল।

এসজেড/

Exit mobile version