Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে স্কুল শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনার টিকা

রাঙ্গামাটির স্কুল শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রক্রিয়া হিসেবে এই কার্যক্রম চলছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে চিং হ্লা মং মারী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। জন্ম-নিবন্ধনের সনদের মাধ্যমে শিশুরা এই টিকার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ করছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানায়, প্রথম দিনে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২শ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। ক্রমান্বয়ে সদরের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে। এছাড়া জেলা সিভিল সার্জনও একই কথা বলেন। তিনি জানান, জেলার স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছরের সকল শিক্ষার্থীকেই ফাইজারের টিকা দেয়া হবে।

এদিকে দেশজুড়ে ফ্রন্টলাইনার ও বয়স্ক নাগরিকদের বুস্টার ডোজ দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ সম্পর্কিত প্রতিবেদনটি পড়ুন এই লিংকে

/এডব্লিউ

Exit mobile version