Site icon Jamuna Television

বানরের প্রতিশোধ: ১ খুনের বদলা নিতে ২৫০ খুন!

ছবি: সংগৃহীত।

একটি ছোট বানর মেরে ফেলার প্রতিশোধ কতটা ভয়াবহ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার একটি গ্রামের বাসিন্দারা।

বানর হত্যার প্রতিশোধ নিতে ওই গ্রামের ২৫০টি কুকুরছানা মেরে ফেলেছে বানরের পাল। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

ওই গ্রামের বাসিন্দাদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তারপর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই ধরে নিয়ে উঁচু জায়গা থেকে ফেলে হত্যা করছে তারা।

গত মাসে বানরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী। বানর দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যেও।

এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা লাভুল গ্রামে। কুকুরের ছানা টেনে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, বানরের দলকে গ্রামের ভেতর দিয়ে তাড়া করছে ক্ষিপ্ত একদল কুকুর। এ সময় ভয়ে নারী ও শিশুরা ঘরে লুকিয়ে পড়েন। লাভুল গ্রামে ৫ হাজার মানুষ বসবাস করে।

প্রতিকার চেয়ে বন বিভাগের কর্মকর্তাদের কাছে আবেদন করেন স্থানীয়রা। কিন্তু এখনও প্রতিকার করতে পারেনি তারা।

গ্রামবাসীর অভিযোগ, কুকুরছানাদের মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের ওপরেও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে তারা। এ নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

Exit mobile version