Site icon Jamuna Television

থাকবে না পিএসসি, জেএসসি পরীক্ষা, ভালোভাবেই চলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের প্রস্তুতি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে। এর আলোকে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক কোনো গ্রুপ থাকছে না। এছাড়া পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও থাকবে না। ২০২২ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাক্রম পাইলটিংয়ের প্রস্তুতি ভালোভাবেই চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পর্যায়ক্রমে ২০২৫ সালের মধ্যে এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ বার রক্তদানকারী ৫০ জন মহতী দাতাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে রাজধানীর আইডিইবি মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হচ্ছে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে ও টিচার্স গাইড তৈরি হচ্ছে।

প্রাথমিকের ১০০, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০টি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৩ সালে পাইলটিংয়ের আওতায় আনা হচ্ছে। মাধ্যমিকের সাথে মাদরাসা ও কারিগরী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখনকালীন মূল্যায়ন ৬০ শতাংশ ও বছর শেষে সামষ্টিক মূল্যায়ন ৪০ শতাংশ বলে জানান শিক্ষামন্ত্রী।

সারাদেশে ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করা হবে বলে জানান মন্ত্রী। ২০২৫ সাল থেকে সারাদেশে এটি পূর্ণাঙ্গভাবে বস্তবায়নে হবে।

/এডব্লিউ

Exit mobile version