ছবি: সংগৃহীত।
৪৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে জীবিত উদ্ধার হলো চীনের সানজি প্রদেশের একটি কয়লা খনিতে আটকে পড়া ২০ শ্রমিক।
শুক্রবার (১৭ ডিসেম্বর) উদ্ধারকাজে অংশ নেয়া ৪০০ ফায়ার সার্ভিস কর্মী তাদেরকে বের করতে সক্ষম হন। তবে আটকে পড়া ২২ শ্রমিকের মধ্যে খনির ভেতরে মারা যান ২ জন।
পাম্পের মাধ্যমে পানি বের করে গুহায় প্রবেশ করেন উদ্ধারকারীরা। একে একে বের করে আনেন ভুক্তভোগীদের। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ২০৭৫ সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী হবে সবচেয়ে বেশি
এর আগে, গত বুধবার অবৈধভাবে খনি খননকালে ভূগর্ভ থেকে উঠে আসা পানিতে আটকা পড়েন এসব শ্রমিক। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনার পর অবৈধ খননকাজে জড়িত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
জেডআই/
Leave a reply