Site icon Jamuna Television

করাচীতে গ্যাস লিক থেকে বিস্ফোরণ, নিহত ১২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচীতে শেরশাহ এলাকার একটি বেসরকারি ব্যাংকের নীচের ড্রেনে গ্যাস লিক হয়ে ।  বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

শনিবার (১৮ ডিসেম্বর) ডেইলি সাবাহ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

করাচীর বেনজির ভুট্টো হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের প্রধান ডা. সাবির মেনন নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন,  আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের সবার অবস্থা গুরুতর।

করাচীর স্টেশন হাউস অফিসার জাফর আলি শাহ বলেন, ড্রেন পরিষ্কার করতে আগেই একটি নোটিশ দেয়া হয়েছিল যেন ব্যাংক ভবনটি খালি করা হয়। ড্রেনে জমে থাকা গ্যাসই- এ বিস্ফোরণের কারণ বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ব্যাংক ভবনটির পাশে একটি পেট্রোল পাম্পও ছিল, ড্রেনে হওয়া বিস্ফোরণে পেট্রোল পাম্পটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

করাচীর স্থানীয় গণমাধ্যমে সেখানকার পুলিশ জানিয়েছে, ড্রেনের মধ্য দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরশাহ সিভিক হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

/এসএইচ

Exit mobile version