Site icon Jamuna Television

মাহির বদলে পরীমণি

কাগজের বউ নামের ওয়েব ফিল্মে মাহিয়া মাহির বদলে অভিনয় করছেন পরীমণি। কয়েকদিন আগে মাহিয়া মাহি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শারীরিক অসুস্থতার কারণে এই ওয়েব সিনেমায় অভিনয় করবেন না তিনি। চয়নিকা চৌধুরী কাগজের বউ নির্মাণ করছেন।

পরীমনিকে নিয়ে শুক্রবার রাজধানীর আশেপাশে বিভিন্ন লোকশনে এ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে পরীমনিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেন চয়নিকা। পরে ‘অন্তরালে’ নামে আরেকটি ওয়েব চলচ্চিত্রেও কাজ করছেন তারা।

চিত্রনায়ক ইমন ও ডি এ তায়েব, আবুল হায়াত, দিলারা জামানসহ আরও অনেকে অভিনয় করছেন এই ওয়েব সিনেমায়। প্রথমে এই সিনেমার নাম ‘অহংকারী বউ’ থাকলেও পরে তা পরিবর্তন করা হয়।

সিনেমায় না থাকলেও এ চলচ্চিত্রের জন্য শুভ কামনা জানিয়েছেন মাহি।

Exit mobile version