Site icon Jamuna Television

বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর পর স্বাধীনতা কাপের শিরোপা আবাহনীর

বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে ৩১ বছর পর স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী। এর মধ্য দিয়ে মধুর প্রতিশোধও নিয়ে নিল আকাশি শিবির। ২০১৮ সালে সবশেষ ফাইনালে বসুন্ধরার কাছেই ফেডারেশন কাপ হেরে শিরোপা খরায় ভুগছিলো দলটি।

মাঠে ১০ হাজারেরও বেশি সমর্থকের উপস্থিতিতে শুরু থেকেই উজ্জীবিত ছিল আবাহনী। দুই দলের ৩ ব্রাজিলিয়ান, ২ ইরানিয়ান, ১ কোস্টারিয়ান আর ১ বশনিয়ান ফুটবলারে দেখা মিলেছে ফুটবলীয় সৌন্দর্য। অবশ্য, প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।

৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় আবাহনী। রাফায়েল আগুস্তর বাড়ানো বল ধরে দারুণভাবে ডি বক্সে ঢুকে জিকোকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রাকিব হোসাইন। ৬২ মিনিটে ড্যানিয়েল কলিন্ড্রেসকে ডি বক্সে ফাউল করে বসেন রিমন হোসেন। পেনাল্টি থেকে আবাহনীর দ্বিতীয় গোল করেন ডরিয়েলটন গোমেজ।

আরও পড়ুন: বড় লিডে ইংল্যান্ডকে চাপে রাখলো অস্ট্রেলিয়া

৬৬ মিনিটে ইমন মাহমুদের শট জিকো ফিরিয়ে দিলে ফিরতে বলে হেড করেন রাকিব। এ যাত্রায়ও বসুন্ধরার ত্রাতা জিকো। ৭২ মিনিটে তৃতীয় গোল আবাহনীর। কর্নার কিক থেকে ইরানের মিলাদ শেখের কাট ব্যাক থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন।

তিন ফুটবলারের অনুপস্থিতি ফাইনালে ভুগিয়েছে বসুন্ধরাকে। অন্যদিকে ডরিয়েন্টাল, কলিন্দ্রেস আর রাফায়েল আগুস্তর দৃষ্টিনন্দন ফুটবল মাতিয়েছে কমালাপুরের দর্শকদের।

জেডআই/

Exit mobile version